অস্কারের মঞ্চ থেকে দেশে ফিরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রামচরণ-চিরঞ্জীবীর, অদ্ভুতভাবে মিলে গেল পরস্পরকে দেওয়া উপহার!
- By UJNews24 Web Desk | Last Updated 18-03-2023, 03:55:44:pm
বিশ্বমঞ্চে বড় জয়। ভারতের ঝুলিতে এবার এসেছে দুটি অস্কার (Oscar)। একদিকে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers), অন্যদিকে সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কার জিতে নিয়েছে ‘আরআরআর’ (RRR) সিনেমার ‘নাট্টু নাট্টু’ (Nattu Nattu) গান। অস্কারের মঞ্চে এই সাফল্য উদযাপনের পর অবশেষে ভারতের মাটি পা রেখেছেন টিম ‘আরআরআর’। তবে দেশে ফিরেও সেই উদযাপন থামেনি। শুক্রবার ‘আরআরআর’ সিনেমার মুখ্য অভিনেতা রামচরণ (Ram Charan) দেখা করতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে। রামচরণের সঙ্গে গিয়েছিলেন তাঁর বাবা তথা দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী (Chiranjeevi)। নয়া দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরেই দেখা করেন তাঁরা। রামচরণ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে অপরকে বিশেষ উপহারও দেন।
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে ফুলের তোড়া নিয়ে গিয়েছিলেন রামচরণ ও চিরঞ্জীবী। স্বরাষ্ট্রমন্ত্রীকে দক্ষিণ ভারতের ঐতিহ্য়শালী সিল্কের একটি চাদরও উপহার দেন রামচরণ। উপহার গ্রহণ করে রামচরণকে ‘আরআরআর’ সিনেমা ও ‘নাট্টু নাট্টু’ গানের সাফল্যের জন্য অভিনন্দন জানান। এরপরে রামচরণকেও উপহার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপহার নিয়েই হেসে ফেলেন রামচরণ, কারণ তাঁর ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপহার একই হয়ে গিয়েছে! অমিত শাহও রামচরণকে একটি লাল রঙের সিল্কের চাদর উপহার দেন।