আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

  • By UJNews24 Web Desk | Last Updated 20-03-2023, 03:28:05:pm

আইএসএল জেতার জন্য মোহনবাগানকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দেযোপাধ্যায়। সোমবার ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, মোহনবাগানের উন্নতির জন্য আও ৫০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। এর আগে গত বছর মোহনবাগান ক্লাবের সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

 

বাগান তাঁবুতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি গত বছর এখানে এসেছিলাম। ক্লাবটা সুন্দর ভাবে গড়ে দিয়েছিলাম। বাংলার তিনটে ক্লাবেরই উন্নতি করেছে আমাদের সরকার। আমি আজ সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য ও মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ৫০ লক্ষ টাকা দিচ্ছি। আমি অরূপকে বলব টাকাটা দিয়ে দেওয়ার জন্য।’’

মোহনবাগান ক্লাবের কৃতিত্বে খুশি মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন, গোটা দেশের সামনে বাংলার মুখ উজ্জ্বল করেছে এই ক্লাব। তিনি বলেন, ‘‘আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। বাংলায় পথ দেখায়। বাংলায় পথ দেখাবে। আগামী দিনে আপনারা বিশ্ব জয় করবেন। মোহনবাগান এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে।’’

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

 

Share this News

RELATED NEWS