চলন্ত ট্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, NJP স্টেশনে হইচই

  • By UJNews24 Web Desk | Last Updated 11-04-2023, 11:38:30:am

ট্রেনের মধ্যেই চলল গুলি (Gunshot)। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লিগামী ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসে (North East Express)। প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রেনের জেনারেল বগিতে দুই যাত্রী বচসায় জড়িয়ে পড়েছিল। সেই বচসা থেকেই গুলি চালানোর ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশনে ট্রেনটি পৌঁছাতেই খবর দেওয়া হয় আরপিএফ। ঘটনায় ইতিমধ্যেই ওই ট্রেনের কামরায় থাকা দুইজন সহযাত্রীকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

 

কামাক্ষ্যা থেকে আনন্দ বিহারের দিকে যাচ্ছিল ট্রেনটি। নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে আউটারে যখন ট্রেনটি দাঁড়িয়ে ছিল, সেই সময়েই এই গুলি চালানোর ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। রাত ৮টা ৫ মিনিট নাগাদ ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পর পর তিন রাউন্ড গুলি চালানো হয়েছে। মৃত যাত্রীর কাছে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও। সেক্ষেত্রে ওই যাত্রী আত্মঘাতী হয়েছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃত যাত্রীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

কিন্তু একজন ব্যক্তি নিজেই নিজেকে পর পর তিন রাউন্ড গুলি চালাতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। সেক্ষেত্রে অন্য কেউ গুলি চালিয়ে মৃত যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র গুজে দিয়ে চলে গিয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। ট্রেনের দুই সহযাত্রীকে সেই সব বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।

 

এদিকে ট্রেনের ভিতরের যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে রক্তে মাখামাখি গোটা বার্থ। জেনারেল কামরার আসনের উপরে যেখানে ব্যাগপত্র রাখার জায়গা থাকে, সেখানে বসে ছিলেন মৃত ওই ব্যক্তি। রক্ত মাখা দেহের পাশেই পড়েছিল আগ্নেয়াস্ত্রটি। গুলি চলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাকি যাত্রীরা।  কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন অফিসাররা।

 

Share this News

RELATED NEWS