দণ্ডি কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধ, রাস্তা অবরোধ, বাস পরিষেবা থমকানোয় সমস্যায় যাত্রীরা

  • By UJNews24 Web Desk | Last Updated 17-04-2023, 11:10:06:am

আদিবাসীদের ডাকা বনধে সকাল থেকেই শুনশান বালুরঘাট। দক্ষিণ দিনাজপুরের এই শহরে সকাল থেকেই বন্ধ অধিকাংশ দোকানপাট।

 

দণ্ডি কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান। দক্ষিণ দিনাজপুরে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। আদিবাসী হেনস্থায় কাঠগড়ায় শাসকদল। চাপের মুখে শাসকদলের দলের দুই নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ। তার প্রতিবাদেই সোমবারের বনধ।

আদিবাসী তিন মহিলাকে দণ্ডি কাটানোর প্রতিবাদে আদিবাসীদের ডাকা বাংলা বনধে প্রভাব পড়েছে মালদায়। বেসরকারি বাস রাস্তায় দেখা না গেলেও সরকারি বাস রাস্তায় নামান হয়েছে। গাজলে সরকারী বাসকেও আটকানো হয়েছে।গাজলে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ ।

হুগলির হরিপালের গজারমোড়ে ডানকুনি-আরামবাগ আহল্যাবাই রোড অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মীরা অন্যদিকে ধনিয়াখালীর মদন মোহন তলায় মিছিল করে জমায়েত হয়ে চুঁচড়া তারকেশ্বর রোড অবরোধ করে।

আদিবাসী সেঙ্গেল অভিযানের বন্ধের ব্যাপক প্রভাব বাঁকুড়ার বাস চলাচলে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অধিকাংশ বাস, সমস্যায় যাত্রীরা।

বাঁকুড়ার জঙ্গলমহল, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল তালডাংরা সহ অন্যান্য রুটে হাতেগোনা কয়েকটি বাস চলাচল করলেও, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই সব বাসের চাকা স্তব্ধ হয়ে যায়। শুধুমাত্র দুর্গাপুর আসানসোল রুটের বাস চলাচল করছে স্বাভাবিকভাবে।

আদিবাসী সেঙ্গেল অভিযানের বন্ধের জেরে পুরুলিয়ার কাঁটাডিটে পথ অবরোধ শুরু করলো সংগঠনের সদস্যরা। এখানে ৩২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বন্ধ সমর্থকরা। তবে জেলার বাকি অংশে এখনও তেমন কোন সাড়া পাওয়া যায়নি বন্ধে।

 

Share this News

RELATED NEWS