মাটি খুঁড়তে খুঁড়তে আচমকা বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা, দিনহাটায় বোমা বিস্ফোরণে আহত ১

  • By UJNews24 Web Desk | Last Updated 20-05-2023, 01:05:48:pm

কখনও এগরা (Egra Bomb Blast) কখনও মুর্শিদাবাদ (Murshidabad), পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে বোমা বিস্ফোরণের (Bomb Blast) খবর। এগরায় প্রাণ গিয়েছে ১১ জনের। যা নিয়ে তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতি। এবার কোচবিহার। মাটি খুঁড়তে গিয়ে আচমকা বিকট আওয়াজ। বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। এদিন এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনহাটা I(Dinhata) ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাডাঙ্গা গ্রামে। ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। 

সূত্রের খবর, এদিন দক্ষিণ বলাডাঙা এলাকার বাসিন্দা মোজাফফর মিঁয়া বাড়ি থেকে কিছুটা দূরে মাটি কাটতে গিয়েছিলেন। মাটি কাটতে কাটতে হঠাৎই বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। আওয়াজের তীব্রতায় তৎক্ষণাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারা। আহত অবস্থায় মোজাফফরকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মোজাফফর মিঁয়া।

খবর পেয়ে এলাকায় পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কোথা থেকে ওই বোমা এল, কারা রেখে গেল, এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মোজাফফর মিঁয়ার পরিবারের সদস্যদের। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। 

 

Share this News

RELATED NEWS