দুর্যোগের কবলে মমতার চপার

  • By UJNews24 Web Desk | Last Updated 27-06-2023, 02:56:27:pm

নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার (Mamata Banerjee Helicopter)। সেবকের বায়ুসেনার এয়ারবেসে (Sevok Air Force Base) জরুরি অবতরণ করেছে মুখ্যমন্ত্রীর চপার। আজ দুপুরে জলপাইগুড়ির (Jalpaiguri) জনসভা শেষে ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই দুর্যোগের কবলে পড়ে চপারটি। যদিও সেবকের বায়ুসেনার ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে চপারটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যখন চপারে করে জলপাইগুড়ি থেকে ফিরে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। হালকা বৃষ্টিও শুরু হয়েছিল। আকাশপথে দৃশ্যমানতা অনেকটা কমে যায়। এমন অবস্থায় দুর্যোগের পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিকে সেবকের বায়ুসেনা ঘাঁটিতে নামিয়ে আনা হয়।

 

এখনও পর্যন্ত যা খবর, সেবক বায়ুসেনা ঘাঁটি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী আবার সভাস্থলের জায়গাতেই ফিরে যেতে পারেন। সেই মতো সভাস্থলে আবার নতুন করে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে সড়কপথে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা হতে পারেন মমতা। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সেবকে অবতরণের পর পুলিশ প্রশাসনের কর্তাদের মধ্যেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। পুলিশের পদস্থ অফিসাররাও আবার সভাস্থলের দিকে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন।

 

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যখন সভাস্থল থেকে রওনা দিয়েছিল, তখন আবহাওয়া ঠিকঠাকই ছিল। কোনওরকম দুর্যোগের আভাস পাওয়া যায়নি। কিন্তু জলপাইগুড়ির এই এলাকাটি পাহাড়ের একেবারে ধারেই। ভুটানের পাহাড়। সিকিমের পাহাড়। ফলে আবহাওয়ার খামখেয়ালিপনা একটা থেকেই যায় এই এলাকায়। এমন অবস্থায় হেলিকপ্টারটি রওনা দেওয়ার কিছু সময় পরেই আকাশপথে দুর্যোগের মধ্যে পড়ে। তাই এমন অবস্থায় আর দেরি না করে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে নিয়ে সেই হেলিকপ্টার নামিয়ে আনা হয় সেবকের বায়ুসেনা ঘাঁটিতে।

 

Share this News

RELATED NEWS