শারদ ও দীপাবলি সাংস্কৃতিক সন্ধ্যা

  • By UJNews24 Web Desk | Last Updated 04-11-2019, 11:10:35:am

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,০৪ নভেম্বর: বাঙালী উৎসব প্রেমী। ইতিমধ্যেই উৎসবের মরশুম এক প্রকার শেষ। তাই প্রতিবারের ন্যায় এবারও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে পালন করা হল শারদ ও দীপাবলি সাংস্কৃতিক সন্ধ্যা। রবিবার রাতে কালিয়াগঞ্জের নজমূ নাট্য নিকেতনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল,এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,পুরসভার উপ পুরপ্রধান বসন্ত রায়,চেম্বার ওফ কমার্সের সাধারন সম্পাদক শঙ্কর কুন্ডু,কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সম্পাদক সুনিল সাহা,কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক সুচন্দন কর্মকার সহ বিশিষ্ট জনেরা।

নাচ, গানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। তার সাথে সাথে কালিয়াগঞ্জের সরকারি ও বেসরকারি স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিবারের ন্যায় এবারও ব্যাবসায়ী সমিতি দুর্গা পূজা ও কালি পূজা কমেটি গুলিকে উৎসাহতা বৃদ্ধির জন্য তিনটি করে ক্লাবকে সেরা পুরস্কার প্রদান করে। রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে মহিলা পরিচালিত দুর্গা পূজা কমেটি গুলিকে উৎসাহতা বৃদ্ধির জন্য অর্থ অনুদান হিসাবে দিয়ে থাকে,ঠিক তেমনি কালিয়াগঞ্জের তিনটি মহিলা পরিচালির দুর্গা পূজা কমেটিকে ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এদিন সমস্ত পুরস্কার গুলি উপস্থিত অতিথিরা প্রত্যেকের হাতে তুলে দেন। এদিনের শারদ ও দীপাবলি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানকে ঘিড়ে সাধারন মানুষের উৎসাহতা ছিল ভালোই।
www.ujnews24.com

 

Share this News

RELATED NEWS