ভাঙড়ের বিধায়ককেই ঢুকতে দেওয়া হল না ভাঙড়ে, পুলিশ জানাল, ‘আমার কাছে অর্ডার নেই সাহেব’

  • By UJNews24 Web Desk | Last Updated 14-07-2023, 11:50:20:am

 আটকানো হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) গাড়ি। শুক্রবার নিজের বিধানসভা এলাকাতেই ঢুকতে বাধা ভাঙড়ের বিধায়ককে। ভোটের পর এদিনই প্রথম নওশাদের ভাঙড় যাওয়া। এদিন নিহত আইএসএফ কর্মীদের বাড়িতে যাওয়ার কথা তাঁর। যাওয়ার কথা নিজের অফিসেও। যদিও ভাঙড়ের হাতিশালা মোড়ের অদূরে তাঁকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিশাল পুলিশবাহিনী গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে রেখেছে সেই রাস্তা। পুলিশের দাবি, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তা ভেঙে বিধায়ক এলাকায় আবারও অশান্তির আবহ তৈরি হতে পারে। ডিএসপি ক্রাইম-সহ অন্যান্য় পুলিশ আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে।

 

এক মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয় নওশাদের। নওশাদ বলেন, “আমি বিধায়ক। অনেকে ফেক এমএলএ গাড়িতে লিখে ঘোরে। ফেক এমএলএ বিধানসভায় ঢুকে গিয়েছিল। আমি ফেক নই। আমার আইডি কার্ডও আছে। দেখতে পারেন।” পাল্টা ওই মহিলা পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, “আমাকে কার্ড দেখানোর দরকার নেই। আমার কাছে অর্ডার নেই সাহেব।” এরপরই নওশাদ প্রশ্ন করেন, “আমি এলাকার বিধায়ক। আমি আমার এলাকায়ও যেতে পারব না?”

এরপরই নওশাদ অভিযোগ করেন, ভিতরে যাঁরা যাবেন, তাঁদের নামের তালিকা রয়েছে পুলিশের কাছে। তাতে বিধায়কের নাম নেই। অথচ তৃণমূলের একাধিক নেতার নাম আছে। বৃহস্পতিবার তাঁরা ঘুরে বেড়িয়েছেন এলাকায়। এরপরই কার্যত হুঁশিয়ারির সুরে নওশাদ বলেন, “অন ক্যামেরা বলছি, এসপি ম্যাডামকে প্রস্তুত থাকতে বলুন। ওনার বিরুদ্ধে ক্যানিংয়ের দিকে একটা প্রশ্ন উঠেছে। আপনারা অনৈতিক কাজ করেছেন। কোর্টে জবাব দিতে হবে। তদন্তের মুখোমুখি হতে হবে।”

 

Share this News

RELATED NEWS