২১-এর সভায় যোগ দেবেন না, তবে কি বিজেপিতে যাচ্ছেন আবদুল করিম চৌধুরী? মুখ খুললেন বিধায়ক
- By UJNews24 Web Desk | Last Updated 20-07-2023, 12:21:00:pm
অব্যাহত মৌখিক বিরোধিতা। এই প্রথম ২১ জুলাই শহিদ দিবসে অংশ নিচ্ছেন না ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী। তবে বিধায়ক নিজে জানাচ্ছেন বিরোধিতা বা অভিমান নয়, সম্পূর্ণ অন্য কারণে তিনি সভায় যোগ দিতে কলকাতায় যাচ্ছেন না বলে জানালেন ইসলামপুরের বিধায়ক। তাঁর লাগাতার বিরোধিতায় ও সভায় অনুপস্থিতিকে ঘিরে তুঙ্গে দলবদলের জল্পনা। সেই নিয়ে মুখ খুললেন ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী।
লাগাতার দলের বিরোধিতা ও ২১-এর সভাতেই অনুপস্থিতিতে একাধিক প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে। তবে কি অন্য দলে যোগ দিচ্ছেন বিদ্রোহী বিধায়ক? ২১ জুলাইতেই কি তবে BJP-তে যাচ্ছেন ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী? এই জল্পনায় যখন সরগরম রাজ্য রাজনীতি তখনই মুখ খুললেন বিধায়ক। অন্য দলে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন," আমি তৃণমূলের বিদ্রোহী এমএলএ, এরপরে ওরা আমাকে বহিষ্কৃত করবে। আমি বহিষ্কৃত এমএলএ-ই থাকব। অন্য দলে যাব না। কারণ এই তৃণমূল দলটা তৈরীর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমিও ছিলাম।উত্তরবঙ্গের আমি প্রথম এমএলএ হই তৃণমূলের। করিম চৌধুরী- করিম চৌধুরী। আজকের না গত ৫৫ বছর ধরে। এর আগে আমার দাদা ২০ লছর, তার আগে আমার বাবা ৪০ বছর, তারও আগে আমার দাদু ৫৬ বছর। ১৮০ বছর ধরে আমি অর্থাৎ আমরা ইসলামপুরকে টেনে চলছি। ছেড়ে দেব? তাও এই সমস্ত ব্যক্তির জন্য? কখনওই না।"