‘রাজনীতি চাই না, মঙ্গলাহাটেই বসতে চাই’, নওশাদকে বললেন ব্যবসায়ীরা

  • By UJNews24 Web Desk | Last Updated 22-07-2023, 02:45:28:pm

মঙ্গলাহাটে (Mangalahat) আগুন লাগার ঘটনা ঘিরে ইতিমধ্যেই ষড়যন্ত্রের অভিযোগ উঠে এসেছে। শুক্রবারই মুখ্যমন্ত্রীর কাছে নির্দিষ্ট নাম করে অভিযোগ জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। শনিবার ঘটনাস্থলে গিয়ে সেই প্রসঙ্গই তুলে ধরলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। নওশাদ বলেন, “এখানে তোলাবাজির একটা অভিযোগ উঠছে। দীর্ঘদিনের অভিযোগ।” এদিন মঙ্গলাহাটে গিয়ে প্রথমে সাময়িক বাধার মুখে পড়তে হয় নওশাদ সিদ্দিকিকে। নওশাদ জানান, ওনারা বলছিলেন, ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করবে বলে তাঁকে এখন ভিতরে ঢুকতে মানা করা হচ্ছে। যদিও এরপরই সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

 

সেখানকার ব্যবসায়ীরা এদিন বারবারই বলেন, তাঁরা রাজনীতি চান না। শুধু এই জায়গাতেই তাঁদের ব্যবসা করার ব্য়বস্থা করে দেওয়া হোক। একইসঙ্গে ব্যবসায়ীরা জানান, যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর নাম পুলিশকেও জানানো হয়েছে। সিআইডি বিষয়টি দেখছে। তবে ব্যবসায়ীদের একটাই দাবি, সোমবার থেকে আবার যেন তাঁরা তাঁদের পসরা নিয়ে মঙ্গলাহাটে বসতে পারেন। প্রয়োজনে খবরের কাগজ পেতেও বসতে রাজি তাঁরা। সামনেই দুর্গাপুজো। এই মরসুমে মঙ্গলাহাট থেকে কয়েক লক্ষ টাকার ব্যবসা হয়। অক্টোবরে পুজো। তার আগে এই ধাক্কা যত দ্রুত সামলে উঠতে চান তাঁরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকি বলেন, “এখানে যে সমিতি আছে তাদের সঙ্গে কথা বললাম। এক ব্যক্তির নামে অভিযোগ জানাল তারা। মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিল। তবে একদিন পার হতে চলল সেই ব্যক্তিকে কোনওরকম জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। তোলা নেওয়ার অভিযোগ উঠেছে নির্দিষ্ট একজনের নামেই। আমার মনে হয় জমিটা নিয়ে একটা চক্রান্ত চলছে। তবে পুড়ে যাক আর যাই হোক, যে যেখানে ব্যবসা করছিল সেখানেই ব্যবসা করবে।”

 

Share this News

RELATED NEWS