আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ, দু’‌ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

  • By UJNews24 Web Desk | Last Updated 26-07-2023, 12:53:18:pm

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি দু’‌ম্যাচ নির্বাসিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। এর ফলে এশিয়ান গেমসে সমস্যায় পড়ে গেল ভারত। 
শনিবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন হরমন। এমনকী মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশ দল এবং দর্শকদের উদ্দেশেও অঙ্গভঙ্গি করেন তিনি। ম্যাচের পরও আম্পায়ারিং নিয়ে সরব হন তিনি। বুধবার আইসিসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, দুই ম্যাচ নির্বাসিত করা হয়েছে হরমনপ্রীত কৌরকে। প্রসঙ্গত, আইসিসির হিসাবে ভারত অধিনায়কের দুটি প্রতিক্রিয়াই বিধিভঙ্গ। যে কারণে দুটি আলাদা আলাদা শাস্তি পেয়েছেন হরমন। ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার জন্য শাস্তি হিসাবে আগামী দু’টি আন্তর্জাতিক ম্যাচ থেকে নির্বাসিত করা হয়েছে ভারত অধিনায়ককে। আগেই তাঁকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেই সঙ্গে ম্যাচ ফি–র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আম্পায়ারদের সমালোচনা করার জন্য তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ কাটা হয়। আইসিসি জানিয়েছে, দুই ক্ষেত্রেই নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক। এর ফলে এশিয়ান গেমসে সমস্যায় পড়ে গেল মহিলা ভারতীয় দল। কারণ সেরা চার দলের মধ্যে থাকায় ভারতের মহিলারা সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নামার সুযোগ পাবেন। আর সেই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক। ভারত সেমিফাইনালে গেলেও তিনি মাঠে নামতে পারবেন না। ভারত ফাইনালে গেলে তবেই হরমন মাঠে নামতে পারবেন। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। 

 

Share this News

RELATED NEWS