বি-লাভ ক্যান্ডিকে জয়ের আনন্দে ‘হাসা’লেন ওয়ানিন্দু

  • By UJNews24 Web Desk | Last Updated 06-08-2023, 11:45:53:am

টিম-গেমে একার হাতেই ম্যাচ জেতালেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁর পারফরম্যান্স চমকে দেওয়ার মতোই। চলছে লঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলছেন নানা দেশের নামি ক্রিকেটার। তাদের মাঝে উজ্জ্বল পারফরম্যান্স ওয়ানিন্দুর। প্রথমে বল হাতে বিপক্ষকে চাপ ফেললেন, এরপর ব্যাট অপরাজিত হাফসেঞ্চুরিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন বি-লাভ ক্যান্ডির ক্রিকেটার। 

 

লঙ্কা প্রিমিয়ার লিগে রাতের ম্যাচে এ দিন মুখোমুখি হয়েছিল জাফনা কিংস ও বি-লাভ ক্যান্ডি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বি-লাভ ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁর সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, এর জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। প্রথম ওভারেই বিধ্বংসী আফগান কিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজকে ফেরান অ্যাঞ্জেলো ম্যাথুজ। রানের খাতাই খুলতে পারেননি গুরবাজ। নিজের দ্বিতীয় ওভারে চরিত আসালঙ্কার উইকেট নেন ম্যাথুজই। এরপর যেন ওয়ানিন্দু হাসারঙ্গা ম্যাজিক।

 

প্রথমে ব্যাট করে জাফনা কিংস ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৭ রান করে। সর্বাধিক ৩৮ রান দুনিথ ওয়েলাগের। ক্যান্ডি অধিনায়ক হাসারঙ্গা ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেন। বোর্ডে ১১৮ রানের লক্ষ্য নিয়ে দুর্দান্ত শুরু বি-লাভ ক্যান্ডির। ওপেনার ফখর জামান ৪২ রান করেন। আসল ঝড় তোলেন অধিনায়ক হাসারঙ্গা। ৫টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারিতে মাত্র ২২ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। মাত্র ১৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় বি-লাভ ক্যান্ডি। ৩ উইকেট এবং অর্ধশতরানে ম্যাচের সেরা ওয়ানিন্দু হাসারঙ্গা।

 

Share this News

RELATED NEWS