ক্যারিবিয়ান সফরে ভালো পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের দলে তিলক

  • By UJNews24 Web Desk | Last Updated 21-08-2023, 02:27:11:pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজই ভাগ্য বদলে দিল তিলক ভার্মার। ক্যারিবিয়ান সফরে সিরিজ হারলেও অভিষেক সিরিজে মেন ইন ব্লু-র হয়ে সর্বাধিক রান করেন তিলক। শেষ ম্যাচে হাত ঘুরিয়ে উইকেটও নেন। তারপর থেকেই ২০ বছরের এই বাঁ হাতি ব্যাটারকে এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে দেখার ইচ্ছেপ্রকাশ করেছেন দেশের প্রাক্তনীরা। রবি শাস্ত্রী, সন্দীপ পাটিল, সৌরভ গঙ্গোপাধ্যায় এমনকী রবিচন্দ্রন অশ্বিনও তিলকের হয়ে ব্যাট ধরেন। মনে করা হচ্ছিল, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার এশিয়া কাপে খেলতে না পারলে তিলকের এন্ট্রি পাকা। কিন্তু অজিত আগরকরের নির্বাচন কমিটি এখানেও চমক দেখাল। চোট সারিয়ে এশিয়া কাপে রাহুল-শ্রেয়সের কামব্যাক হচ্ছে ঠিকই, তবে এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে তিলককেও রাখা হয়েছে। হায়দরাবাদের এই বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটারের এখনও ওডিআই ফরম্যাটে অভিষেক হয়নি।

 

 

 

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা। 

ব্যাকআপ: সঞ্জু স্যামসন।

 

Share this News

RELATED NEWS