'চোর বলবে না, ছিনতাই করি!' 'পুষ্পা'র ডায়লগ শুনে হাসি চাপতে পারলেন না পুলিশকর্মীরা
- By UJNews24 Web Desk | Last Updated 23-09-2023, 12:21:00:pm
বছর দুয়েক আগে 'পুষ্পা দ্য রাইজ' ছবির সেই বিখ্যাত সংলাপটি মনে আছে? 'পুষ্পা রাজ, ঝুকেগা নেহি'! আল্লু অর্জুন অভিনীত সেই ছবিটি বক্স অফিসে তো হিট হয়েইছিল, সঙ্গে তাঁর এই ডায়লগ ঘুরতে শুরু করে দর্শকদের মুখে মুখে। এমনকী ছবিটি মুক্তির পর এতদিন হয়ে গেলেও, একইরকম জনপ্রিয় আল্লু অর্জুনের এই বিখ্যাত সংলাপ।
এবার সেই সংলাপই শোনা গেলে থানার ভিতরে, তাও আবার চুরির ঘটনায় ধৃত এক অভিযুক্তের মুখে। আর ধৃতের মুখে এহেন ডায়লগ শুনে যারপরনাই অবাক থানার পুলিশকর্মীরা। এমনকী ধৃতের কাণ্ডকারখানা দেখে হাসিও চেপে রাখতে পারেননি তাঁরা। অভিযুক্তের এই কীর্তির কথা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এলাকাতেও।
জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আফজল। কিছুদিন আগে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল, কয়েকজন মিলে এক জায়গায় ডাকাতির চেষ্টা চালিয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে আফজলকে গ্রেফতার করে পুলিশ। যদিও কয়েকদিন পর সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে যায় সে। এরপর ফের মাটিগাড়া এলাকায় একটি বাড়িতে চুরি করে। তদন্তে নেমে সেই ঘটনাতেও পুলিশ আফজলকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার।