নওশাদকে ‘জঙ্গিদের নায়ক’ বলে আক্রমণ শওকতের, পাল্টা দিলেন ভাঙড়ের বিধায়কও
- By UJNews24 Web Desk | Last Updated 25-09-2023, 11:06:35:am
তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিস উদ্বোধনে এসে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধায়ক শওকত মোল্লা। নওশাদকে ‘জঙ্গিদের নায়ক’ বলে আক্রমণ শানিয়েছেন তিনি। এমনকি পঞ্চায়েত ভোটের গণনার দিন কাঁঠালিয়া হাইস্কুলে হিংসার জন্য নওশাদকেই দায়ী করেছেন শওকত। তবে শওকতের আক্রমণের পাল্টা দিয়েছেন ভাঙড়ের বিধায়ক। এই মন্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রবিবার ভাঙড় থানার সামনে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন করেন শওকত মোল্লা। তার পর সভা থেকে নওশাদকে আক্রমণ করে তিনি বলেছেন, “যুব সমাজের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিচ্ছে যাঁরা, তাঁদের ভোট দেওয়া জঙ্গিদের ভোট দেওয়ার সমান। নওশাদ আমার নামে কেস করেছিল। আমি নাকি জঙ্গি বসেছিলাম। আজ ক্যামেরার সামনে বলছি, নওশাদ শুধু জঙ্গি নয়। জঙ্গিদের নায়ক। কারণ নওশাদের নেতৃত্বে আমাদের দেশের যাঁরা জওয়ান তাঁদের উপর হামলা চলেছে ভোটের গণনার দিন।” তিনি বলেন, “১১ তারিখ কাঁঠালিয়া হাইস্কুলে কাউন্টিং সেন্টারে নওশাদ সিদ্দিকীর মদতেই হামলা চালানো হয়েছিল। জঙ্গির নেতা জঙ্গির মদত দাতা নওশাদের মতো অপদার্থরাই। তাই তাঁকে জঙ্গির নায়কই বলব।”