আজই আমেরিকা পাড়ি বোসের, ১৭ দিনেও বিধায়কের শপথ না হওয়ায় ক্ষুব্ধ মমতা

  • By UJNews24 Web Desk | Last Updated 25-09-2023, 02:01:44:pm

সেপ্টেম্বরের সেই ৮ তারিখ বেরিয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ফলাফল। কিন্তু এখনও জয়ী তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ হয়নি। এ দিকে, বিধায়ক শপথ না নেওয়ায় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ধূপগুড়িবাসী। যা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। আবারও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিতে। বলেছেন, অবিলম্বে শপথের ব্যবস্থা করা হোক। এই আর্জি নিয়ে রাজ্যপালের বিদেশ সফরের আগে তাঁকে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছেন পরিষদীয় মন্ত্রী।

 

ধূপগুড়ির ফল প্রকাশের পরদিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর নির্মলচন্দ্র রায়ের শপথ সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠায় রাজ্যের পরিষদীয় দফতর। রাজভবন সূত্রে খবর, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) বিধায়ককে ডেকেও পাঠান রাজ্যপাল বোস। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া কথা বলা হয় তাঁকে। কিন্তু ওইদিন দেখা যায় তৃণমূল বিধায়ক ক্লাস নিচ্ছেন কলেজে। যদিও, তিনি জানান, রাজভবনের কোনও ফোন তিনি পাননি বা কোনও চিঠি তাঁর কাছে এসে পৌঁছয়নি।

এ দিন,শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “ষাট বছরের কাছাকাছি রাজনীতি করছি। প্রায় ৩২ বছর বিধানসভায় রয়েছি। কখনও এই অবস্থা দেখিনি। ক্যান্ডিডেটকে না জানিয়ে রাজ্যপাল সংবাদ মাধ্যমকে সাড়ে চারটের সময় বললেন আজ শপথ গ্রহণ হবে। কোনওদিন দেখিনি রাজ্যপাল তাঁর বাড়িতে ডেকেছেন শপথ বাক্য পাঠ করাতে।” এ দিকে, আজ শোভনদেব চিঠি দেবেন রাজ্যপালকে। তবে করম পুজো উপলক্ষে যেহেতু সরকারি সব দফতর ছুটি তাই সেই চিঠি আজ পৌঁছবে না বলাই যাই। এর মধ্যে আবার আজই রাজ্যপাল যাচ্ছেন আমেরিকা সফরে। তাই কবে হবে বিধায়কের শপথ অনুষ্ঠান তা নিয়ে জট কাটছে না।

 

Share this News

RELATED NEWS