জেড প্লাস নিরাপত্তাতেও জেলে প্রাণ যেতে পারে চন্দ্রবাবুর! মারাত্মক শঙ্কা প্রকাশ ছেলের

  • By UJNews24 Web Desk | Last Updated 27-09-2023, 02:22:05:pm

জেলে ‘জেড প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু(Chandrababu Naidu), তবুও প্রাণহানির আশঙ্কা ছেলের। চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশের দাবি, মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে তাঁর বাবাকে। সেই উদ্দেশ্যেই তাঁকে জেলবন্দি করে রাখা হচ্ছে। অন্ধ্র প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি (Jaganmohan Reddy) এই পরিকল্পনা করেছেন বলে দাবি চন্দ্রবাবুর ছেলের। কিন্তু জেলের ভিতরে কীভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রাণনাশের ভয়? লোকেশের দাবি, জেলের মশাতেই (Mosquito) প্রাণ যেতে পারে তাঁর বাবার।

 

জেলে মশাতঙ্ক:

চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ টুইটে দাবি করেন, বর্তমান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি তাঁর বাবাকে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েই জেলবন্দি করে রেখেছে। তাঁর দাবি, অন্ধ্র প্রদেশের রাজামুন্দ্রি জেলে বন্দি রয়েছেন চন্দ্রবাবু নাইডু, সেই জেলেই সম্প্রতি এক বন্দির মৃত্যু হয় ডেঙ্গি সংক্রমণে। এরপরই তিনি বাবার স্বাস্থ্য় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর আরও দাবি করেন যে জেলে চন্দ্রবাবু নাইডু মশার কামড় নিয়ে একাধিকবার জেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তবুও জেল কর্তৃপক্ষ সেই অভিযোগে আমল দিচ্ছে না।

মঙ্গলবার অন্ধ্র প্রদেশের টিডিপির প্রেসিডেন্ট কিনজরাপু আতচানাইডুও অভিযোগ করেন যে জেলে প্রচুর মশার উপদ্রব। সম্প্রতিই জেলে এক বন্দিরও মৃত্যু হয়। তিনি দাবি করেন, আদালতের তরফে জেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য যে ব্যবস্থাগুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, তা মানা হচ্ছে না।

 

এর আগে অন্ধ্র প্রদেশের প্রাক্তন অর্থমন্ত্রী ইনামালা রামা কৃষ্ণুদুও মশার সমস্যা নিয়ে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ জানিয়েছিলেন। গত ১৮ সেপ্টম্বর জেলে চন্দ্রবাবুর সঙ্গে দেখা করার পর তিনি অভিযোগ করেছিলেন, চন্দ্রবাবু যে সেলে রয়েছেন, সেখানে প্রচুর মশা। এরপরই জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মশারি, বিছানা ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে। এবার সরাসরি মশার সাহায্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার অভিযোগ তুললেন তাঁর ছেলে।

 

Share this News

RELATED NEWS