Netflix-এর পথে Hotstar! 1 নভেম্বর থেকে পাসওয়ার্ড শেয়ার চিরতরে বন্ধ

  • By UJNews24 Web Desk | Last Updated 29-09-2023, 02:16:59:pm

Netflix-এর পদাঙ্ক অনুসরণ করছে Disney+ Hotstar। পাসওয়ার্ড শেয়ার করার রাস্তা চিরতরে বন্ধ করতে চাইছে অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি। কানাডা থেকেই এই কাজটি শুরু করছে ডিজ়নি প্লাস হটস্টার। আগামী 1 নভেম্বর থেকে সে দেশের মানুষজন প্রিয়জনের সঙ্গে ডিজ়নি প্লাস হটস্টারের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না। এ বিষয়ে কোম্পানি ইতিমধ্যেই তার ব্যবহারকারীদের ইমেল পাঠিয়ে সজাগ করেছে। এনগ্যাজেটের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের অগস্ট মাসেই Disney সিইও বব ইগার কোম্পানির আর্নিংস কলে ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন।

 

সুতরাং, শুরুটা কানাডা থেকেই হল। খুব স্বাভাবিক ভাবেই ডিজ়নি প্লাস হটস্টারের এই পরিকল্পনা বিশ্বের অন্যান্য দেশেও লাগু হবে। কোন দেশে কখন এই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট ইঙ্গিত না মিললেও এক সময় যে হবে, সে বিষয়টা স্পষ্ট। কানাডায় ডিজ়নি সম্প্রতি তার সাবস্ক্রাইবার এগরিমেন্ট আপগ্রেড করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, “আপনার বাড়িতে প্রাথমিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত ডিভাইস” ছাড়া অন্য কারও, অন্যত্র কোথাও পাসওয়ার্ড শেয়ার করা যাবে না।

সেই চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, Disney+ তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফি অপশন নিয়ে আসবে। সেটি তাঁদের জন্যই লাগু হবে, যাঁরা নিজেদের অ্যাকাউন্টের বাইরের অন্যান্য মানুষ তথা অন্যান্য ডিভাইসকে কানেক্ট করার অনুমতি দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার ডিজ়নি প্লাস হটস্টার আপনার বাড়ির ডিভাইসের বাইরে অন্যত্র, অন্য কোনও অ্যাকাউন্টে ব্যবহারের অনুমতি দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে টাকা দিতে হবে।

 

Share this News

RELATED NEWS