আগুনের 'ধ্বংসলীলা', ভস্মীভূত গোটা বাজার! পুজোর আগে মাথা চাপড়াচ্ছেন ব্যবসায়ীরা
- By UJNews24 Web Desk | Last Updated 16-10-2023, 11:22:30:am
পুজোর আগে ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা। ভয়াবহ আগুন শিলিগুড়ি মহকুমার নকশালবড়িতে। তীব্র আগুনে প্রায় পুড়ে খাক হয়ে গিয়েছে গোটা বাজার। নকশালবাড়ির চৌরঙ্গী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৬৫ৃটি দোকান পুড়ল। এরমধ্যে প্রায় ৩০টি দোকান পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। যদিও দমকলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
নকশালবাড়ির আগুনে ছারখার দোকান
দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। রবিবার রাত ৯টা আগুন লাগে বাজারে। পুজোর কেনাকাটা সারতে অনেকেই বাজারে ভিড় করছিলেন। এরমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রথমে একটি দোকানে আগুন লাগে। এরপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। নিমেষে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
যদিও আগুন লাগার কারণ জানা যায়নি। জানা গিয়েছে পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে মুদিখানা, গিফট, জামাকাপড় সহ আরও অন্যান্য দোকান রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ দমকল পৌঁছাতে দেরী করে। এর জেরে আগুন ছড়িয়ে পড়ে বাজারে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের এই নিয়ে ক্ষোভ রয়েছে। তাঁদের অভিযোগ একে দমকল দেরি করে ঘটনাস্থলে এসেছে। দমকল ইঞ্জিনে জল শেষ হয়ে যাওয়ায় আগুন নেভাতে দেরি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাঁরা আরও জানিয়েছেন, বারবার বলা সত্ত্বেও অতিরিক্ত দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়নি।