উরুগুয়ে ম্যাচে গুরুতর চোট, নেইমারের ভারতে আসা নিয়ে ঘোর অনিশ্চয়তা

  • By UJNews24 Web Desk | Last Updated 18-10-2023, 03:08:26:pm

দু’হাত দিয়ে মুখ চাপা। যন্ত্রণায় কাতরাচ্ছেন। অঝোরে কেঁদে চলেছেন। স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হল। ফের চোটের কবলে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার (Neymar)। আর এই দৃশ্য নেইমারের আপামর ভক্ত ও ব্রাজিলের (Brazil) সমর্থকদের নাড়িয়ে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে চোট পেয়েছেন নেইমার। সেই চোট এতটাই গুরুতর যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে রীতিমতো চিন্তিত তাঁর সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নেইমারের স্ট্রেচারে করে মাঠ ছাড়ার দৃশ্য। বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়ের বিরুদ্ধে নেমেছিল ব্রাজিল। উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের ধাক্কায় পড়ে যান নেইমার। বাঁ হাঁটু চেপে মাঠে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় নেইমারকে। আপাতত তাঁর চোট কতটা গুরুতর তা নিয়ে সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। এরই মাঝে আগামী মাসে তাঁর ভারতে খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধ-সকালে উরুগুয়ে ২-০ ব্যবধানে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে হারিয়েছে ব্রাজিলকে। নইমার চোট পেতেই তাঁকে পর্যবেক্ষণের জন্য মেডিকেল টিম মাঠে ছুটে আসে। এরপর তাঁকে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। একে হারের যন্ত্রণা, তার উপর টিমের গুরুত্বপূর্ণ সদস্যের চোট। সব মিলিয়ে ব্রাজিল শিবিরে চিন্তার কালো ছায়া। এরই মাঝে আলোচনা চলছে নেইমার কি আল হিলালের হয়ে আদৌ আগামী মাসে ভারতে খেলতে আসবেন। আসলে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ওয়েস্ট জোন গ্রুপ ডি-তে রয়েছে ভারতের মুম্বই সিটি এফসি এবং সৌদি আরবের ক্লাব আল হিলাল। ৬ নভেম্বর নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ওই ম্যাচ হওয়ার কথা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হঠাৎ নেইমার চোট পাওয়ায়, আগামী মাসে তাঁর ভারতে খেলতে আসা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হল।

 

আপাতত মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন নেইমার। ২৪ ঘণ্টা তাঁর হাঁটু পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। সকলে যখন নেইমারকে নিয়ে উদ্বিগ্ন, তখন নেইমার ঈশ্বের উপর ভরসা রাখছেন। চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার পর নেইমার কিছুটা নিজেকে সামলে নিয়ে ইন্সটাগ্রামে লিখেছেন, ‘ঈশ্বর সবকিছু জানেন। যাই হোক না আমার ঈশ্বরের উপর বিশ্বাস আছে।’

 

Share this News

RELATED NEWS