'কেষ্টর মতো তাঁর মেয়েরও একই গতি হয়েছে, তেমনই...!' রেশনকাণ্ডে 'বালু' কন্যাকে নাম না করে কটাক্ষ দিলীপের
- By UJNews24 Web Desk | Last Updated 30-10-2023, 01:22:33:pm
ইজ়রায়েল-হামাস যুদ্ধের সঙ্গে কি রবিবার কেরালার খ্রিস্টান কনভেনশন সেন্টারে হামলার যোগসূত্র রয়েছে? এমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে বিজেপি। নেপথ্যে শুক্রবার কেরালার মাল্লাপ্পুরমে প্যালেস্তাইনের সমর্থনে আয়োজিত একটি র্যালি। ‘বুলডোজার হিন্দুত্ব মুছে ফেলা’র ডাক দিয়ে আয়োজিত এই ‘ইয়ুথ রেসিস্ট্যান্স র্যালি’তে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন হামাস গোষ্ঠীর প্রাক্তন প্রধান খালেদ মিশাল। এই সমাবেশের সমালোচনায় সরব হয়েছিল বিজেপি।
ঠিক তার পর দিনই খ্রিস্টানদের কনভেনশন সেন্টারে বিস্ফোরণ! সেটাকে হাতিয়ার করে বিজেপির দাবি, কংগ্রেস এবং বামেদের হামাস-সমব্যথী মানসিকতাই এই হামলার পিছনে দায়ী! গত কয়েকদিনে কেরালায় প্যালেস্তাইনের সমর্থনে একাধিক মিছিল বেরিয়েছে। শুক্রবার মালাপ্পুরমের সভায় আরবীতে বক্তব্য রাখেন মিশাল। সেখানে হামাসের প্রাক্তন প্রধানকে উল্লেখ করা হয়েছে ‘স্বাধীনতা সংগ্রামী’ হিসেবে।
হামাস নেতা ইসমাইল হানিহেরও এই সভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল, তিনি অবশ্য উপস্থিত ছিলেন না। এই সভার ভিডিয়ো ভাইরাল হতেই কেরালার বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পিনারাই বিজয়নের পুলিশ কোথায় গেল? ‘সেভ প্যালেস্তাইন’-এর নামে এরা তো হামাস জঙ্গিগোষ্ঠীকে মহিমান্বিত করছে। এটা মেনে নেওয়া যায় না।’