রাজ্যপালকে দেওয়া অভিষেকের চিঠি জবাব এল কেন্দ্র থেকে, কী রয়েছে তাতে?
- By UJNews24 Web Desk | Last Updated 01-11-2023, 02:06:46:pm
৩০ জনের প্রতিনিধি দলকে নিয়ে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি ছিল একশো দিনের কাজে কেন্দ্রের বকেয়া আদায়। চিঠিও দিয়েছিলেন। রাজ্যপাল সেই চিঠি পরের দিনই পৌঁছে দিয়েছিলেন কেন্দ্রের কাছে। সূত্রের খবর, কেন্দ্রের তরফে রাজ্যপাল সেই চিঠি জবাব পেয়েছেন। ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন বলে জানালেন। বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের বললেন, “আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে।” তিনি জানান, চিঠি তিনি পেয়েছেন, তা তিনি তাঁর সাংবিধানিক সহকর্মী, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। চিঠিতে কেন্দ্রীয় সরকার কয়েকটি বিষয়ে নিয়ে জানিয়েছে। তা মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন বলেও জানালেন তিনি।