আবারও রেল দুর্ঘটনা, মালদহে উল্টে গেল বগি

  • By UJNews24 Web Desk | Last Updated 06-11-2023, 02:49:46:pm

লাইনচ্যুত হয়ে উল্টে গেল মালগাড়ির বগি। সোমবার হরিশচন্দ্রপুরে এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হয়ে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় রেলের আধিকারিক ও রেল পুলিশ। কীভাবে মালগাড়িটি এমনভাবে উল্টে গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

রেল সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। পাকুর থেকে কাটিহারগামী পাথর বোঝাই একটি মালগাড়ি হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ট্র্যাক পরিবর্তন করছিল। সেই সময়ই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির একটি বগি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা।

রেল সূত্রে খবর, বগি উল্টে গেলেও ওই শাখার রেল পরিষেবা বিশেষ ব্যহত হয়নি। তবে এই মালগাড়ি উল্টে বড়সড় বিপদ হতে পারত বলে দাবি এলাকাবাসীর। আপাতত উল্টে যাওয়া ট্রেনের বগি লাইন থেকে সরানোর কাজ চলছে।

রেল সূত্রে খবর, সোমবার সকালে এই মালগাড়িটি হরিশচন্দ্রপুর রেলস্টেশনে ওজন প্রক্রিয়ার জন্য দাঁড়িয়েছিল। ১২টা নাগাদ স্টেশন ছেড়ে পশ্চিম রেলগেটের কাছে যেতেই তা লাইনচ্যুত হয়ে যায়। কিছুদিন আগে এভাবেই হরিশচন্দ্রপুরের ভালুকা রেলস্টেশন সংলগ্ন রেললাইনে স্থানীয় এক কিশোরের উপস্থিত বুদ্ধির জেরে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। পরে সেখানে রেলের ট্র্যাকে গর্ত দেখা গিয়েছিল। তবে সোমবার কীভাবে মালগাড়ির বগি উল্টে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

Share this News

RELATED NEWS