আল শিফা হাসপাতালে বুলডোজার নিয়ে ঢুকল ইজরায়েলি সেনা, কী হবে রোগীদের?
- By UJNews24 Web Desk | Last Updated 16-11-2023, 11:17:22:am
গাজার হাসপাতালের মর্মান্তিক ভিডিয়োগুলি নজরে এসেছে নিশ্চয়ই? কীভাবে সদ্যোজাতদের এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে সামান্য উত্তাপের জন্য। জ্বালানি নেই, ওষুধ নেই। যুদ্ধে আহত সাধারণ মানুষেরা প্রাথমিক চিকিৎসাটুকুও পাচ্ছেন না। গাজার আল শিফা হাসপাতালে শুরু হয়েছে মৃত্যুমিছিল। একের পর এক শিশুমৃত্যু হচ্ছে। যদিও ইজরায়েলের দাবি, আল শিফা হাসপাতাল আসলে হামাসের গোপন ডেরা। হাসপাতালে তল্লাশি চালিয়ে হামাসের অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এরপরই আরও জোর কদমে অভিযান শুরু করেছে ইজরায়েল। আল শিফা হাসপাতালে নিয়ে আসা হয়েছে বুলডোজার। অন্যদিকে, ইজরায়েলের এই অভিযানের তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ ও মধ্য় প্রাচ্যের দেশগুলি।
বুধবার দিনভর গাজার আল শিফা হাসপাতালে তল্লাশি অভিযান চালায় ইজরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, হাসপাতালের নীচ থেকে একটি গোপন সুড়ঙ্গের হদিস পাওয়া গিয়েছে, যা হামাসের এক শীর্ষনেতার বাড়ির সঙ্গে যুক্ত। হাসপাতালের ভিতরেও অটোমেটিক বন্দুক, গ্রেনেড, ফ্ল্যাক জ্যাকেট সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়, ইজরায়েল সেনা আল শিফা হাসপাতালে বুলডোজার এনেছে। আশপাশ দিয়ে হাসপাতাল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের দাবি, আল শিফা হাসপাতালে কমপক্ষে ২৩০০ রোগী, নার্স ও শরনার্থী রয়েছে। এরমধ্যে ৩৬টি নবজাতক শিশুও রয়েছে। আল শিফা হাসপাতালের ডিরেক্টরও জানিয়েছেন, ইজরায়েল সেনা হাসপাতালে ঢুকে অভিযান শুরু করার পরই জল, বিদ্যুৎ ও অক্সিজেন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে চরম প্রাণ সঙ্কটে পড়েছেন রোগীরা।
যুদ্ধ শুরুর ৪০ দিন পরে গাজায় জ্বালানি প্রবেশ করেছে। যদিও ইজরায়েলের তরফে সাফ জানানো হয়েছে, এই জ্বালানি হাসপাতালে ব্যবহার করা যাবে না।