সস্ত্রীক অশনীর গ্রোভারকে তলব পুলিশের, আটকানো হয় বিমানবন্দরেই
- By UJNews24 Web Desk | Last Updated 18-11-2023, 11:57:08:am
আর্থিক তছরূপের অভিযোগে তলব করা হল বিশিষ্ট ব্যবসায়ী তথা ‘ভারত পে’ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার ও তাঁর স্ত্রী মাধুরী জৈনকে। দিল্লি পুলিশের আর্থিক অপরাধ সংক্রান্ত শাখার তরফে দুজনকে ডেকে পাঠানো হয়েছে। আগামী ২১ নভেম্বর তাঁদের হাজিরা দিতে হবে দিল্লির পুলিশের মন্দির মার্গের অফিসে। তাঁদের বিরুদ্ধে ৮১ কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। এফআইআর দায়ের করা হয়েছে গ্রোভার ও তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার তলব করা হল।
গত বৃহস্পতিবার এক্স মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন অশনীর গ্রোভার জানান, তিনি ও তাঁর স্ত্রী মাধুরী যখন ছুটি কাটাতে নিউ ইয়র্ক যাচ্ছিলেন, তখন তাঁদের বিমানবন্দরেই আটকানো হয়। এরপর দিল্লি পুলিশ বিষয়টা স্পষ্ট করে। তারা জানায়, এফআইআর-এর ভিত্তিতে একটি লুক আউট নোটিস জারি হয়েছিল, তার ভিত্তিতেই দুজনকে আটকানো হয়েছে বিমানবন্দরে।
ভারত পে-র তরফে গ্রোভার পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ ছিল, সংস্থার ৮১ কোটি ৩০ লক্ষ টাকা অবৈধভাবে কয়েকজন হিউম্যান রিসোর্স কনসালট্যান্ডকে দেওয়া হয়েছে। ট্রাভেল এজেন্সিকে অবৈধভাবে টাকা দেওয়ার অভিযোগও উঠেছে। ব্যবসায়ীর স্ত্রী মাধুরী জৈনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়ো চালান পেশ করে টাকা নিয়েছে। প্রমাণ লোপাট করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এফআইআরে অশনীর ও মাধুরীর পাশাপাশি নাম রয়েছে পরিবারের সদস্য দীপক গুপ্তা, সুরেশ জৈন ও শ্বেতাঙ্ক জৈনের। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে গ্রোভার পরিবারের।