তল্লাশি হয়ে গেল ব্যুমেরাং! Raid-এর মাঝেই আয়কর আধিকারিকদের ঘিরেই বিক্ষোভ

  • By UJNews24 Web Desk | Last Updated 20-11-2023, 02:16:12:pm

ক্যামাক স্ট্রিটের এক বেসরকারি ইস্পাত প্রস্তুতকারক সংস্থার অফিসে আয়কর দফতরের আধিকারিকদের হানা। আর্থিক লেনদেন ঘিরে বেনিয়মের অভিযোগের ভিত্তিতে গত শনিবার থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে। সংস্থায় কর্মরত কর্মীদের অভিযোগ, তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি যথাযথ নিয়ম মেনে এই তল্লাশি অভিযান হচ্ছে না হলেও অভিযোগ।

সংস্থার কর্মীদের সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার বেশ কয়েকটি অফিস সিল করে দেওয়া হলেও আয়কর দফতর যথাযথ নিয়ম অনুযায়ী সিল করা হয়নি বলেও কর্মীদের অভিযোগ।

সোমবার সকালে তল্লাশি চলাকালীন উপস্থিত আয়কর দফতরের আধিকারিকদের ঘিরে রীতিমতো ক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। গত শনিবার থেকেই কর্মীদের আটকে রাখা হয়েছে এই অফিসে। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না তাঁরা, এমনটাই অভিযোগ। আর তারই প্রতিবাদে সোমবার সকালে আয়কর দফতরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের বক্তব্য, তল্লাশি চলছে। তল্লাশি তল্লাশির মতো চলবে। কিন্তু এই সংস্থার কর্মী হিসাবে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, তা বলে আটকে রাখার মানে কী, কেনই বা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না?

বেসরকারি সংস্থার কর্মীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শেক্স পিয়ারসরণি থানার পুলিশ। আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আয়কর দফতরের অফিসারদের দাবি, যেহেতু তল্লাশি চলছে। তাই ওই ওইসব অফিস থেকে কোনও নথি সরিয়ে যাতে না ফেলা হয়, তাই প্রথমিক ভাবে অফিসগুলো বন্ধ রাখার জন্য এই ব্যবস্থা।

 

Share this News

RELATED NEWS