টেনিস অ্যাকাডেমি।
- By UJNews24 Web Desk | Last Updated 29-06-2018, 08:00:07:am
উত্তরবঙ্গের জন্য অ্যাকাডেমি চালু করতে চান টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তারা। জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে ওই অ্যাকাডেমি চালু করার কথা ভাবা হচ্ছে।
সোমবার শিলিগুড়িতে ইস্টজোন টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা বর্তমান উপদেষ্টা ধনরাজ চৌধুরী। মাস কয়েক আগে শিলিগুড়িতে এলে পর্যটনমন্ত্রী তাঁকে ওই স্টেডিয়াম পরিদশর্নে নিয়ে যান। তখনই সেখানে তৈরি ইন্ডোর স্টেডিয়ামের পরিকাঠামো দেখে তাঁর পছন্দ হয়েছে বলে জানান। এখন ওই স্টেডিয়ামে সাই রয়েছে। বিষয়টি নিয়ে সাই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী।