ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজি বেগমকে অপসারিত করা হল

  • By UJNews24 Web Desk | Last Updated 05-04-2022, 07:20:10:pm

 

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ০৫ এপ্রিলঃ দুর্নীতির কারণে প্রধানকে অপসারিত করা হয়েছে বলে দাবি তৃণমূল সদস্যাদের।  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে অপসারিত করা হলো পাল্টা অভিযোগ প্রধান রাজি বেগমের।

মঙ্গলবার ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজি বেগমকে অপসারিত করা হল। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব পেস করেছিল পঞ্চায়েতের সদস্যরা। মঙ্গলবার ব্লক প্রশাসনের উপস্থিতিতে তলবি সভার আয়োজন করা হয় পঞ্চায়েতে। সেই সভায় ১০ জন পঞ্চায়েত সদস্য প্রধানের বিপক্ষে   থাকায় প্রধান রাজি বেগমকে অপসারিত করেন। আগামী কিছু দিনের মধ্যেই নতুন প্রধান গঠন করা হবে বলে জানা গেছে।  

অন্যদিকে অপসারিত তৃণমূলের প্রধান রাজি বেগমের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাকে অপসারিত করা হয়েছে।  এবং তার বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। এবং পাল্টা তার কাছ মোটা টাকা চাওয়ার অভিযোগ করেন একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। হাই কোর্ট যা নির্দেশ দিবে তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন অপসারিত তৃণমূলের প্রধান রাজি বেগম।

তথ্য ও ছবিঃ রাজা খান, ইসলামপুর।

 

Share this News

RELATED NEWS