গৃহবধূকে শ্বাসরোধ করে খুন
- By UJNews24 Web Desk | Last Updated 21-05-2022, 07:50:04:pm
উত্তর দিনাজপুর, ২১ মেঃ শ্বশুরবাড়িতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইথার থানার অন্তর্গত কাপশিয়া গ্রামের হলদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা জানায়, মালদা জেলার চাঁচল থানা এলাকার বয়রগাছি এলাকার বাসিন্দা লুৎফা খাতুনের বিয়ে হয় ইটাহার থানা এলাকার হলদিবাড়ি গ্রামের বাসিন্দা হযরত বেলালের সঙ্গে মাস কতক পূর্বে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে লুৎফা খাতুনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে হয়রানি করতে থাকে। বৃহস্পতিবার লুৎফা খাতুনকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মারধর করে বলে অভিযোগ।
লুৎফা বাবার বাড়িতে এসব কথা বলেন। শনিবার সকালে লুৎফার ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু বিকেলে লুৎফলের মৃত্যুর খবর কাপশিয়ালের হলদিবাড়ি গ্রামে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ইথার থানার পুলিশকে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তাকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এরপর ইথার থানার পুলিশ লুৎফার বাবার বাড়িতে ফোন করে লুৎফার মৃত্যুর খবর জানায়। ঘটনার খবর পেয়ে লুৎফার ভাই সহ বাবার পরিবারের সদস্যরা ইথার গ্রামীণ হাসপাতালে পৌঁছে অভিযোগ করেন যে তাদের মেয়েকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ইথার থানায় লুৎফার স্বামী ও তার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে নিহত লুৎফা খাতুনের স্বামীসহ শ্বশুরবাড়ির সকল সদস্য পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। লুৎফার বাবার বাড়ির সদস্যরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।