ভেঙে যাওয়া পায়ে অপারেশন করে ঢোকানো হয়েছে লোহার রড, অর্থের অভাবে সেই রড বের করতে না পারায় সাহায্যের আর্জি সরকারের কাছে 

  • By UJNews24 Web Desk | Last Updated 27-05-2022, 07:09:43:pm

 

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ২৭ মেঃ 'আমি হাঁটতে চাই' সরকারের কাছে সাহায্যের জন্য কাতর আর্জি মহিলার। মহিলার দুই পা দেখলে গাঁ শিউরে উঠবে। কিন্তু কেন এমন অবস্থা হল মহিলার। শুধু ওই মহিলার নয় তার স্বামী ও এক প্রতিবেশী ও প্রায় একই অবস্থা। এই দুই জন লাঠির ভরসায় হাঁটতে পারলেও হাঁটতে পারছেন না চামেলি রায় নামে ওই মহিলা। এখন সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ওই মহিলার পাশাপাশি স্হানীয় বাসিন্দা

স্হানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে ইসলামপুর থানার গুঞ্জেরিয়া এলাকার বাসিন্দারা মেলা থেকে দোকান নিয়ে বাড়ি ফেরার পথে ইসলামপুর থানার বরট এলাকায় লরি ও তাদের ছোট গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হয় বেশ কয়েকজন। অনেকেই সুস্থ হলেও এখনও চামেলি রায় তার স্বামী কুরানু রায় ও আরও একজন প্রতিবেশী এই তিনজন সুস্থ হয়ে উঠতে পারেনি। কারণ এই তিন জনের পা ভেঙে যাওয়ার কারণে অপারেশনের মাধ্যমে পায়ে লোহার রোড ঢোকানো হয়েছে। যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারে। কিন্তু সেটাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। টাকার অভাবে সময় মতো রড বের করতে না পাড়ায় পায়ের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে লোহার রড। এমন দৃশ্য দেখে গাঁ শিউরে উঠে। দিন আনা দিন খাওয়া পরিবার গুলির এতো সামর্থ্য নেই যে তারা নিজেরাই টাকা জোগার করে নিজেদের চিকিৎসা করাতে পাড়বে। তাই এবার রাজ্য সরকারের কাছে চিকিৎসার জন্য কাতর আর্জি জানিয়েছেন ওই মহিলার পাশাপাশি স্হানীয় বাসিন্দারা।

অন্যদিকে এবিষয়ে ইসলামপুর ব্লকের গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ হুদা কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা ব্যক্তিগত ভাবে সাহায্য করেছি। যদিও পঞ্চায়েত ফান্ড থেকে চিকিৎসার জন্য টাকা দিতে পারছিনা। তবে তিনিও রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছে  সাহায্যের জন্য দাবি জানিয়েছেন।

তথ্য ও ছবিঃ রাজা খান, ইসলামপুর।

About Liza Hill, Darjeeling
 

Share this News

RELATED NEWS