ব্যাংক প্রতারিতরা এখন থেকে অভিযোগ করতে পারবেন ইসলামপুর শহরে

  • By UJNews24 Web Desk | Last Updated 27-07-2022, 07:13:46:pm

 

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ২৭ জুলাইঃ ব্যাঙ্ক প্রতারিতদের এখন থেকে আর দূরে যেতে হবে না। ইসলামপুর শহরেই ইসলামপুর পুলিশ জেলায় অভিযোগ করতে পারবে। আজই ইসলামপুর নিউ টাউনে সাইবার ক্রাইম থানার আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আই জি দেবেন্দ্র প্রকাশ। ছিলেন ডি আই জি উত্তর দিনাজপুর অনুপ জয়সোয়াল সহ ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন আধুনিক প্রযুক্তির যুগে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। এই প্রতারনার হাত থেকে বাঁচতে রাজ্য সরকার ইসলামপুর পুলিশ জেলায় সাইবার ক্রাইম থানার অনুমোদন দিয়েছে। বুধবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হল। আজ থেকেই ইসলামপুর জেলার সাইবার ক্রাইম থানায় গিয়ে প্রতারিতরা অভিযোগ জানাতে পারবেন। বুধবার ইসলামপুর পুলিশ জেলায় ইসলামপুর ট্রাফিক গার্ডের নিজস্ব অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

তথ্য ও ছবিঃ রাজা খান, ইসলামপুর।

About Liza Hill, Darjeeling
 

Share this News

RELATED NEWS