দশ বারো দিন ধরে আতঙ্কের পর অবশেষে খাঁচাবন্দি হলো বাঘ
- By UJNews24 Web Desk | Last Updated 11-10-2022, 07:46:37:pm
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ১১ অক্টোবরঃ খবর সম্প্রচারের ২৪ ঘন্টার মধ্যে বাঘ ধরার খাঁচা নিয়ে হাজির গ্রামে। খাঁচা বসানো দেখতে ভির জমাচ্ছে গ্রামবাসীরা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কালানাগীন এলাকায়।
উল্লেখ্য, গত ১০ থেকে ১২ দিন ধরে ইসলামপুর থানার কালানাগীন এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক পোষ্য প্রাণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। রবিবার রাতেও গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি ছাগল নিয়ে যেতে দেখতে পান এক মহিলা। সোমবার সকালে এক চা বাগান থেকে ওই ছাগলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় আরও বেশি আতঙ্ক ছড়িয়ে। সেই খবর সম্প্রচারের পর টনক নড়ে বন দপ্তরের আধিকারিকদের। মঙ্গলবার বাঘ ধরার খাঁচা নিয়ে হাজির হয় গ্রামে। সেই খাঁচা বসানো দেখতে ভির জমাতে শুরু করে গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন খবর সম্প্রচারের পর আজ বন দপ্তরের আধিকারিকেরা এলাকায় এসেছেন। এবং বাঘ ধরার খাঁচা বসাচ্ছেন তারা। তাই সংবাদ মাধ্যমেকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
তথ্য ও ছবিঃ রাজা খান, ইসলামপুর।
