সিনেমা প্রেমী মানুষদের জন্যে সুখবর, ১৫ অক্টোবর থেকে খুলতে পারে সিনেমা হল

  • By UJNews24 Web Desk | Last Updated 01-10-2020, 11:44:35:am

নিউজ ডেস্ক,১ অক্টোবর: সিনেমা প্রেমী মানুষদের জন্যে সুখবর। আনলক ৫.০-তে সিনেমা হল খোলার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। অবশ্য সেটা শর্তসাপেক্ষেই। 
সিনেমা হল খোলা নিয়ে কেন্দ্রের তরফে নয়া গাইডলাইনএ  বলা হয়েছে আগামী ১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শকাসন ব্যবহার করে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স খোলা যাবে। কেন্দ্রের তরফে সিনেমা হল খোলার বিষয়ে প্রয়োজনীয় বিধিনিষেধও  শীঘ্রই সিনেমা হল কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হবে। একইসঙ্গে খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য খুলে দেওয়া হচ্ছে সুইমিং পুল। খুলছে বিনোদন পার্ক, বিজনেজ সংক্রান্ত প্রদর্শনী করারও অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত গত ২৫ মার্চ থেকে গোটা দেশে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ রয়েছে সিনেমা হল। বারবার সিনেমা হল মালিকদের তরফে কেন্দ্রের কাছে সিনেমা হল খোলার অনুমতি চাওয়া হলেও সুরক্ষার কথা ভেবেই এতদিন সেই অনুমতি দেওয়া হয়নি। তবে আনলক ৫.০- সিনেমা হল খুলতে পারে বলে কম বেশি শোনা যাচ্ছিল। আর সেই কানাঘুষো খবরই এবার সত্যি প্রমাণিত হল। যদিও  রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ অক্টোবর থেকেই সিনেমা হল সহ বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ খোলার অনুমতি দিয়েছেন।

যদিও স্কুল বা কোচিং খোলার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি ।  তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অভিভাবকদের অনুমতি থাকলে ১৫ অক্টোবরের পর এ নিয়ে রাজ্যগুলি নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। 

 

Share this News

RELATED NEWS