হোমস্টে পর্যটনকে জনপ্রিয় করতে, আন্তর্জাতিক পর্যটন দিবস উৎসবের সূচনা শিলিগুড়িতে

  • By UJNews24 Web Desk | Last Updated 25-09-2021, 06:23:53:pm

শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ করোনা মহামারী পরবর্তী সময়ে হোমস্টে পর্যটনকে জনপ্রিয় করার লক্ষ্যে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন দিবস উৎসবের সূচনা হল শিলিগুড়িতে। উৎসবের সূচনা করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং গুরুবাস পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভাইচুং ভুটিয়া। আগামী দিনে উত্তরবঙ্গ তথা সিকিম অঞ্চলের  হোমস্টে পর্যটনকে জনপ্রিয় করার লক্ষ্যে এই অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন বাইচুং ভুটিয়া।

অন্যদিকে, পর্যটন বিশেষজ্ঞ রাজ বসু জানান, নেপাল, পশ্চিমবঙ্গ, সিকিম, ভুটান, উত্তরপূর্বাঞ্চলের রাজ্য এবং বাংলাদেশের উত্তর ভাগের এলাকাগুলি নিয় এই গুরুবাস পর্যটনের পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার মাধ্যেম শুধু কোন হোমস্টে নয়, পুরো এলাকাই আর্থিকভাবে লাভবান হবে বলে দাবি করেছেন তিনি। বিভিন্ন এলাকার হোমস্টে মালিকদের উপস্থিতিতে তিন দিন যে আলোচনা হবে, তা বিভিন্ন রাজ্য পর্যটন দপ্তরকে প্রস্তাব আকারে পাঠানো হবে বলে জানিয়েছেন রাজ বসু।

About Liza Hill, Darjeeling
 

Share this News

RELATED NEWS